১ নভেম্বর থেকে খন্দকিয়া ভৈরব ঠাকুর বাড়ির জগদ্ধাত্রী পূজা, থাকছে নানা আয়োজন

হাটহাজারীর খন্দকিয়া ভৈরব ঠাকুর বাড়ি প্রাঙ্গণে খন্দকিয়া সমাজকল্যাণ সমিতি আয়োজিত ৪ দিনব্যাপী (১-৪ নভেম্বর) শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পূজার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দুদিনব্যাপী প্রতিমা প্রদর্শনী, কৃষ্ণনগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় গীতাপাঠা, ধর্মীয় সংগীত পরিবেশ ও সন্ধ্যারতি।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, দুপুর সাড়ে ৩টায় সৎসঙ্গ গীতা শিক্ষা নিকেতনের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা, বিকেল ৫টায় ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় শুভ অধিবাস ও ঘট স্থাপন এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরদিন ২ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৬টায় পূজা আরম্ভ ও সন্ধ্যা ৭টায় আরতি।

৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় পূজা আরম্ভ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১১টায় গীতাপাঠ ও ধর্মীয় সংগীতাঞ্জলি, দুপুর দেড়টায় অন্নপ্রসাদ আস্বাদন এবং সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি।

৪ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টার পর পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান এবং দুপুর ৩টায় প্রতিমা বিসর্জন।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আলোচনা সভায় উদ্বোধক থাকবেন সমাজসেবক ও শিক্ষানুরাগী জুয়েল চন্দ্র মহাজন। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামল পালিত। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত্ববিদ ও গবেষক স্বদেশ চক্রবর্তী।

সংবর্ধিত অতিথি থাকবেন হাটহাজারী থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক সুজন তালুকদার ও বাংলাদেশ গীদা শিক্ষা কমিটি চিকনদণ্ডী ইউনিয়ন সভাপতি সম্রাট ধর (বাপ্পী)।

বিশেষ অতিথি থাকবেন জগদ্ধাত্রী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বিষু ভট্টাচার্য্য, খন্দকিয়া সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা জওহর লাল চৌধুরী, খন্দকিয়া সমাজকল্যাণ সমিতির সভাপতি বিপুল গুপ্ত, সাবেক সভাপতি প্রশান্ত গুপ্ত, জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় ভট্টাচার্য্য, সহসভাপতি সুজন দত্ত ও সমাজসেবক রয়েল ধর।

জগদ্ধাত্রী উৎসব উদযাপন পরিষদ সভাপতি বিজন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!