১ টাকার সম্মানীতে সিনেমায় কাজ, আসল গল্পটা বললেন তিশা

হালের জনপ্রিয় অভিনেত্রীদের একজন নসুরাত ইমরোজ তিশা। এই তারকা অভিনেত্রীই একটি সিনেমায় কাজ করার জন্য নিয়েছেন মাত্র ১ টাকা সম্মানী! ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য তিনি এটি করেছেন। ঘটনাটা শোনা যাক তিশার মুখেই।

তিশা বলেন, এক টাকা সম্মানী নিয়েছি, এটা নিয়ে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে। সম্মানী নেওয়ার ব্যাপারটা একেবারে ব্যক্তিগত ইস্যু ছিল। এখানে ভালোবাসা ও আবেগটা বেশি কাজ করেছে।

আমাদের দেশের জন্মের ইতিহাস নিয়ে একটা চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছি— এমন একটি কাজের জন্য পারিশ্রমিক নির্ধারণ করার কথা ভাবতেই পারি না। এ চরিত্রের জন্য কোনো অ্যামাউন্টই কিছু নয়। তাই আমি ভেবেছি, শিল্পী হিসেবে শুধু এক টাকা সম্মানী নেব।

আরও পড়ুন: মুহূর্তেই ভাইরাল তিশার সেই ছবি, লাইক ছাড়িয়েছে ৪ লাখেরও বেশি

তিশা আরও বলেন, এই ছবিতে কাজ করা মানে ইতিহাসের অংশ হওয়া। আমি মনে করি, বড় সুযোগের সঙ্গে থাকে বড় দায়িত্ব। এটা অনেক বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশের জন্মের ইতিহাস যাঁর মাধ্যমে রচিত, যাঁর কথা সেই ছোটবেলা থেকে শুনছি, সেই ছবিতে অভিনয় করতে গিয়ে সেই পরিবারের অংশ হতে পারছি, অভিনয়শিল্পী হিসেবে এটা ভীষণ ভালো লাগার।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তিশাকে দেখা যাবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ২০ বছর বয়স থেকে মৃত্যুর আগপর্যন্ত চরিত্রে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!