সমবায় দিবস౼বোয়ালখালীর ১৫ সংগঠন পেল সম্মাননা

বোয়ালখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এবার প্রতিপাদ্য ছিল- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
শনিবার (৬ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয় এ দিবস।

সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের জীবন বাঁচিয়ে হাতে উঠল সিএমপির সম্মাননা’

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. বখতিয়ার আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী ও কধুরখীল ইউপি চেয়ারম্যান সফিউল আজম শেফু।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, উত্তর ভূর্ষি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক অরুণ চৌধুরী, করলডেঙ্গা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জামানারা বেগম, কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি সুকৃতি রঞ্জন চক্রবর্তী ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল আলম।

অনুষ্ঠানে কাজের স্বীকৃতিস্বরূপ ১৫টি সমবায়ী সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!