ঝাউবনে সাড়ে ১২ কোটি টাকার ‘আইস’ ফেলে যুবকের ভো দৌড়

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে সাড়ে ১২ কোটি টাকার ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

আরও পড়ুন : অস্ত্র-ইয়াবা-আইস সবই ছিল যুবকের কাছে

তিনি বলেন, অভিযান চলাকালে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকার সাগরপাড় থেকে এক ব্যক্তি ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে থাকে। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। সেই মুহূর্তেই ব্যাগটি ফেলে দৌড়ে পালায় যুবক। পরে সেই ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে আইসগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!