চট্টগ্রাম চিড়িয়াখানার ১১ অজগর গেল সীতাকুণ্ড ইকোপার্কে

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ১১ অজগর ছানাকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে তিন দফায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ৬৭টি অজগর ছানা অবমুক্ত করা হলো।

রোববার (৭ আগস্ট) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ অজগর ছানাগুলোকে অবমুক্ত করেন।

আরও পড়ুন: অজগর: চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩১ ডিমে ২৮ বাচ্চা

এসময় উপস্থিত ছিলেন ইকোপার্কের রেঞ্জার আলাউদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা অসীম কুমার দাশ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া ১১ অজগর ছানাকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে তিন দফায় চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া মোট ৬৭টি অজগর ছানা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!