কালো টেপে মোড়ানো ছিল ১০ কেজি স্বর্ণ, খুঁজে পাওয়া যায়নি মালিক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে শনিবার (১৮ ডিসেম্বর) সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন : ডিবি নিয়ে গেল স্বর্ণালঙ্কার౼টাকা, বলে গেল থানায় যোগাযোগ করতে

স্বর্ণের বারগুলোর ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানা গেছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, ইউএই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার সকাল আটটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো টেপ মোড়ানো অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!