চোরের চোখ বিক্রয়ডটকমে—টেস্ট ড্রাইভেই ‘উধাও’ হয়ে যায় মোটরসাইকেল

অনলাইনে মোটরসাইকেল বিক্রির অফার দেখলেই কেনার আগ্রহ দেখান তিনি। এরপর টেস্ট ড্রাইভের কথা বলে উধাও হয়ে যান মোটরসাইকেল।

এমনই এক চোরকে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়ার ঢেমশা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি চোরাই মোটরসাইকেল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মো. একরামুল হক একরাম সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের মৃত আব্দুস সালামের ছেলে।

আরও পড়ুন: ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করে ৫ যু্বক, নম্বরপ্লেট খুলে পাল্টে ফেলে ইঞ্জিন—চেসিস

পুলিশ জানায়, সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অনলাইন বিজ্ঞাপন থেকে মোটরসাইকেল কেনার আগ্রহ দেখায় এই চোর। এরপর বিক্রেতাকে টেস্ট করার কথা বলে মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক একরাম জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। সে একটি মুরগির ফার্মে চাকরি করে। পাশাপাশি মোটরসাইকেল চুরি করে। আবার কখনো প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে যায়। এজন্য সে বিক্রয় ডট কমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিক্রয় ডট কমে পোস্ট দেখলেই মোটরসাইকেল কেনার কথা বলে বিক্রেতার সঙ্গে দেখা করে। একপর্যায়ে টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়।

এসি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!