বিদ্যুতের তারে জড়ালেন মিস্ত্রি, হাসপাতালে মৃত্যু

রাউজানে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে বিপ্লব দে (২২) নামে এক এক ফাইপ ফিটার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে উপজলোর বাগোয়ান ইউনয়িনের লাম্বুর হাটে একটি ভবনে কাজ করার সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হন।

নিহত বিপ্লব উপজলোর নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াডরে গুহ রক্ষিত পাড়ার দিলীপ দে’র ছেলে।

আরও পড়ুন: ‘ঝুঁকিপূর্ণ’ ভবন—৩ বছরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

স্থানীয়রা জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) ভবনের পানি সঞ্চলন লাইনের কাজ করার সময় নিচে পড়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হন বিপ্লব। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে এক শ্রমিক আহত হওয়ার পর চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!