লাইফ সাপোর্টে আওয়ামী লীগ নেতা শমসের, হাসপাতালে ছুটে গেলেন মাহাতাব—নাছির

নগরের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ শমসের। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন।

সোমবার (১৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে দশটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এমএ রউফ জানান, শ্বসনযন্ত্র বিকল হওয়াতে তাঁকে দ্রুত ভেন্টিলেটর সার্পোট দেওয়া হয়েছে। শরীরের শ্বাসপ্রশ্বাস ঠিকভাবে না চলার কারণে তাঁর শরীরে কার্বন-ডাইঅক্সাইড জমে গিয়ে এ অবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন: কেন গলায় দড়ি দিলেন ন্যাশনাল হাসপাতালের রিসিপশনিস্ট?

তিনি জানান, শমসের ভাই অনেকদিন ধরে এই রোগে ভুগছেন। গতকাল ভর্তির পর থেকেই আমরা তাঁকে ২৪ ঘণ্টা তত্ত্বাবধানে রেখেছি। যদিও উনার শারীরিক অবস্থা তেমন একটা ভালো নয়। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!