হালদায় রাতের অভিযানে মিলল নৌকা—ঘেরাজাল

হালদা নদীতে চার ঘণ্টার অভিযানে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত অভিযান চালায় হাটহাজারী উপজেলা প্রশাসন। এসময় ৯টি ঘেরাজাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৫ হাজার মিটার। এছাড়া একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়।

আরও পড়ুন: হালদায় দুপুরের অভিযানে মিলল ৫ সুতার জাল

উদ্ধার করা জাল ও নৌকা ইউপি সদস্যদের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের কাছে ১টি জাল ও ১টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে ৭টি জাল এবং নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের কাছে ১টি জাল জমা দেওয়া হয়।

যোগাযোগ করা হলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে সোমবার রাতে হালদা নদীতে অভিযানে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি নৌকা জব্দ করা হয়। হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা সহযোগিতা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!