হালদায় ভোরের অভিযানে নৌকা-জাল জব্দ

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৭ হাজার মিটার ঘেরা জাল ও ৩টি বড়শি জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট ও ধলই ইউনিয়নের হালদা ব্রিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: হালদায় ইঞ্জিনের নৌকা চালানোয় ৪ মালিককে দণ্ড

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট ও ধলই ইউনিয়নের হালদা ব্রিজ এলাকায় ইঞ্জিনচালিত নৌকা বালু উত্তোলন ও ঘেরা জালে মা মাছ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ৭ হাজার মিটার ঘেরা জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও মা মাছ রক্ষা নিয়মিত অভিযান চালানো হয়। আজকের অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৭ হাজার মিটার ঘেরা জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়েছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!