হালদায় নৌকার সঙ্গে মিলল হাজার মিটার জাল

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কচুখাইন অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুৃয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ।

জানা যায়, অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘের জাল বসিয়ে নদী থেকে মাছ শিকার চলছিল। হালদার রাউজান কচুখাইন অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দ ও মাছ ধরার একটি নৌকা আটক করা হয়।

আরও পড়ুন : হালদায় ডুবিয়ে দেওয়া হলো নৌকা, জাল-বড়শি ধ্বংস

রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, হালদা নদীর মা মাছসহ জীববৈচিত্র্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করে আনসার বাহিনী ও আইডিএফ’র স্বেচ্ছাসেবীরা।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!