হালদায় ইঞ্জিনের নৌকা চালানোয় ৪ মালিককে দণ্ড

এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৮টায় উত্তর মাদার্শা ও রাউজানের খলিফাঘোনা এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম।

আরও পড়ুন: সাঁঝবেলায় হালদায় জাল নিয়ে ধরা ২ লোক, দণ্ড দিলেন ইউএনও

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হালদা নদীর উত্তর মাদার্শা ও রাউজানের খলিফাঘোনা এলাকায় ইঞ্জিনচালিত নৌকা চলাচলের খবরে অভিযান চালিয়ে চারটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। পরে ইঞ্জিন খুলে রেখে নৌকাগুলো মালিককে ফেরত দেওয়া হয়। অভিযানে নৌকা মালিকদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ হলেও আইন অমান্য করায় চারটি নৌকার ইঞ্জিন খুলে মালিককে বুঝিয়ে দিয়েছি। এছাড়া ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!