পুলিশ খুঁজে দিল ব্যাংকারের হারিয়ে যাওয়া লাখ টাকা

তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল ডবলমুরিং থানা পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া তদন্ত কর্মকর্তা এসআই আইউব উদ্দিনের উপস্থিতিতে উদ্ধার করা এই টাকা মালিকের হাতে তুলে দেন।

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বাসায় যাওয়ার পথে গাড়ির মধ্যে ১ লাখ ৬২ হাজার টাকা ফেলে চলে যান বেসরকারি ওয়ান ব্যাংক কর্মকর্তা সত্যজিৎ চৌধুরী। পরে তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর তদন্তের নামে পুলিশ।

আরও পড়ুন: টাকার পাহাড়—গোপন ব্যবসায়, ‘ভিওআইপি’ সাম্রাজ্যে র‌্যাবের চোখ

তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই আইউব উদ্দিন জানান, তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অটোরিকশা ও চালককে শনাক্ত করার পর পুরো টাকা উদ্ধার করা হয়েছে।

যোগাযোগ করা হলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া টাকাগুলো উদ্ধার করা হয়। আজ (শনিবার) টাকাগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!