হালিশহরে সিটি করপোরেশনের হানা, দোকান বাড়িয়ে ধরা খেল ৩ ব্যবসায়ী

নগরে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ৩৭ নম্বর মনিরনগর ওয়ার্ডের হালিশহর আনন্দ বাজার ও টিজি সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: হানা দিল জেলা প্রশাসন, চট্টগ্রামে ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি খেতে পারল না ‘রাজবাড়ি হোল্ডিং’

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সড়ক-ফুটপাত দখল করে গড়ে উঠা ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দোকানের অংশ বর্ধিত করার অপরাধে ৩ দোকানদারের বিরুদ্ধে মামলাসহ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!