চট্টগ্রামে হঠাৎ ভয়ঙ্কর ডেঙ্গু, একদিনেই মারা গেল ২ নারী

নগরে ডেঙ্গু রোগে আক্রান্ত খুরশিদা বেগম (৭০) ও দিলারা বেগম রেশমি (৫০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

জানা যায়, ৫ দিন আগে ডেঙ্গু উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন খুরশিদা বেগম। বুধবার রাতে তিনি মারা যান।

আরও পড়ুন : ডেঙ্গুর হানা চট্টগ্রামেও, মাথাব্যথা নেই সিটি করপোরেশনের—১২ এলাকায় বাড়ছে রোগী

এছাড়া আরেক নারী দিলারা বেগম গত বুধবার (১৪ সেপ্টেম্বর) বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হন। ওইদিন রাতে তিনিও মারা যান।

এর আগে ডেঙ্গু রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হলো।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ডেঙ্গু বিস্তার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমাদের হাসপাতালগুলোতেও যথাযথ চিকিৎসাসেবা অব্যাহত আছে। ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!