হঠাৎ ওসমানিয়া খালে পড়ে গিয়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন নারী

নগরে খালে পড়ে কাদামাটিতে আটকে থাকা এক নারীকে উদ্ধার করেছে কালুরঘাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিস কর্মীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় চান্দগাঁও থানার ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির বালুরটাল এলাকার ওসমানিয়া খাল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ছড়াখালে মৃত্যুফাঁদ—কেড়ে নিল অবুঝ শিশুর প্রাণ

এদিকে উদ্ধারের পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উদ্ধার করা নারী মানসিক প্রতিবন্ধী। তাঁর পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৬০-৬৫ বছর।

কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একদিন না যেতেই শিকলবাহা খালে আবারও ভেসে উঠল লাশ

স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে খালে পড়ে কাদামাটিতে আটকে পড়া এক নারী হাত নাড়িয়ে বাঁচার আকুতি করছিল। এসময় খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজন দেখে কালুরঘাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধার করে।

কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে উদ্ধারের পর চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!