সয়াবিন তেল নিয়ে আসা জাহাজের টাংকিতে মারা গেল ২ ভারতীয়

সাগরে থাকা জাহাজের তেল খালাসের পর তেলের টাংকির ঘনত্ব পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাগরিক। শুক্রবার (১৭ জুন) রাতে পতেঙ্গার পারকিচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভারতের কেরালার কোল্লাম থানার পুনালুর উন্নিরাজনের ছেলে জিষ্ণু রাজ (২৯) এবং কেরালার পাউতখৌদ্দি থানার চন্দ্র শেখরন নারায়ণনের ছেলে অখিল শেখর (২৬)।

জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ ডেনর্মাক পতাকাবাহী এমটি নর্ড ম্যাজিক টি মাদার ভেসেল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ পতেঙ্গা থানার পারকিচর সংলগ্ন স্থানে অবস্থান করে। এরপর সেখানে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে। শুক্রবার বিকেল ৪টার দিকে তেল খালাসের পর খালি তেলের টাংকির থিকনেস (ঘনত্ব) পরীক্ষা করার জন্য সিঁড়ি বেয়ে টাংকিতে নামেন ভারতীয় দুই টেকনিশিয়ান জিষ্ণু রাজ ও অখিল।

আরও পড়ুন: চট্টগ্রামে রাতভরের বৃষ্টিতে—সকালেও পানিতে ভাসছে নগর, চরম জনদুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে দুজনকে টাংকিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জাহাজের সেকেন্ড অফিসারকে বিষয়টি জানানো হলে কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের লোকজনকে খবর দেওয়া হয়। তাদের সহায়তায় টাংকি থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাদের সন্ধ্যা ৭টার দিকে নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক জিষ্ণু রাজকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শনিবার (১৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় অখিল শেখরও মারা যান। মরদেহ দুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে রয়েছে।

ঘটনার বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি মো. কবির হোসেন।

প্রসঙ্গত, জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিল। এর মধ্যে ২১ জন ভারতীয়, একজন ডেনমার্কের, দুজন ফিলিপাইনের এবং একজন লুথিয়ানার নাগরিক।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!