স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় ১১ ব্যক্তিকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ আগস্ট) নগরের বিভিন্ন স্থানে চসিক ম্যাজিস্ট্রেটরা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

চসিক সূত্রে জানা যায়, নগরের বহদ্দারহাট, চান্দগাঁও, বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চান্দগাঁও, মৌলভী পুকুরপাড় ও সিঅ্যান্ডবি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তির বিরুদ্ধে ৭ মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের ওয়াসা মোড়, এম এম আলী রোড, জিইসি মোড়, কাজির দেউরি, প্রবর্তক মোড় ও মেহেদিবাগ এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে একই অপরাধে ৪ ব্যক্তির বিরুদ্ধে ৪ মামলায় ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় পথচারীদের মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!