বিশাল বহর নিয়ে ইস্তাম্বুল থেকে উখিয়ায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী, ফিরবেন রাতেই

২০ সদস্যের প্রতিনিধি দলের বিশাল বহর নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার (৮ জানুয়ারি) সকালে বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আরও পড়ুুন : কক্সবাজারে রক্তের হোলি খেলা চলতে দেওয়া যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধি দল নিয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে তিনি বৃক্ষরোপণ করেন। এছাড়া নানা কর্মসূচির উদ্বোধনও করেন।

সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ ঢাকার তুর্কি দূতাবাসের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে দুপুরে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে সয়লুর। এরআগে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। সাক্ষাৎ শেষে রাতেই তুরস্ক ফিরে যাবেন তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!