স্ত্রীকে খুন করে যাবজ্জীবন জেলে থাকতে হবে স্বামীকে

নগরের খুলশীতে স্ত্রীকে খুন করার দায়ে স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এই রায় দেন।

আরও পড়ুন: চট্টগ্রামের কিশোর গ্যাং—আড্ডা থেকে ভয়ঙ্কর অপরাধ, তুচ্ছ ঘটনায় খুন

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ আগস্ট খুলশী থানা এলাকায় পারিবারিক কলহের কারণে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী আব্দুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে ঘুরাতে লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনার পর শাহেদার পরিবার খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০১৬ সালের ৪ আগস্ট স্বামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!