অবশেষে ফিরলেন সেন্টমার্টিনে আটকেপড়া সেই পর্যটকরা

সেন্টমার্টিনে আটকেপড়া তিন শতাধিক পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছেন। বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার তারা সেন্টমার্টিনে আটকা পড়েন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।

সূত্র জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয় আটকেপড়া পর্যটকরা। তাদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার টেকনাফে এসে পৌঁছায়। বাকিরা পর্যায়ক্রমে আসতে থাকেন।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকেপড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। তারা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছায় সে ব্যাপারে খোঁজ-খবর রাখছি।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, তিন শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপে আটকা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি বলেন, যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে সেন্টমার্টিনদ্বীপে এসেছিলেন।

জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও কাঠের ট্রলারে করে এখানে আসেন। মঙ্গলবার সকালে ১৪টি ট্রলারে করে তাদের টেকনাফ পাঠানো হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!