৭ নভেম্বরের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানাল সেক্টর কমান্ডারস ফোরাম

৭ নভেম্বরের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

রোববার (৭ নভেম্বর) বিকেলে নগরের দোস্তবিল্ডিং কার্যালয়ে আলোচনা সভায় এ দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা সেনা হত্যাদিবস পালন উপলক্ষে এ সভা করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা সেক্টর কমান্ডারস ফোরাম।

সংগঠনের জেলা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সেলিম রহমান, ডা. ফজলুল হক সিদ্দিকী, মো. নাজিম উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, দীপন দাশ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ইসমে আজিম আসিফ, ভাষ্কর দেব ও এসএম রাফি।

আরও পড়ুন: শোক দিবসে সেক্টর কমান্ডারস ফোরামের দিনব্যাপী কর্মসূচি

সভায় বক্তারা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডপরবর্তী অস্থিতিশীল সময়ে ৭ নভেম্বর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জেনারেল জিয়া তথাকথিত সিপাহী জনতার বিপ্লবের নামে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিলেন। যা জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পূর্ববর্তী সময় পর্যন্ত অব্যাহত ছিল।

তারা বলেন, কলঙ্কিত সাত নভেম্বরের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সেদিনের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা আজ সময়ের দাবি।

সভায় শহীদ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!