সীমা অক্সিজেন কারখানায় চলছে উদ্ধার অভিযান

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে সংস্থাটি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, দুর্ঘটনাস্থলে যেসব সিলিন্ডার দেখা গেছে, সেগুলো অনেক সময় পরীক্ষা করা হয় না। বিস্ফোরণের বিভিন্ন কারণ থাকতে পারে। প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছি।

এদিকে সকালে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বিস্ফোরক অধিদপ্তরের একটি টিম।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!