সীতাকুণ্ড পৌরসভায় শাহ কামাল জয়ী

সীতাকুণ্ড পৌরসভার উপনির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড শিবপুরে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার পল্লবী চাকমা।

বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। ভোটাররা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

আরও চলুন: সীতাকুণ্ডে বাড়িতে ফেরার পথে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে খুন

জানা গেছে, নির্বাচনে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ হাজার ৮১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে শাহ কামাল চৌধুরী ব্রিজ প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট।

২০২০ সালে সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিবপুর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী মাসুদ শামীম। কিন্তু পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের ১৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ (বুধবার) ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন চলাকালে পুলিশ, জনপ্রতিনিধি ও প্রার্থীদের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছি। ভোটাররা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নির্বাচিত করেছেন।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!