অ্যাম্বুলেন্সে ইয়াবা—যাচ্ছিল ঢাকায়, সীতাকুণ্ডে ধরল র‌্যাব

সীতাকুণ্ডে ইয়াবা-গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১ সেপ্টেম্বর) ভাটিয়ারীতে পৃথক অভিযানে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব ৭-এর একটি দল।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব ৭-এর একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে থাকা শিমুল ও শহীদ সোহেল নামের দুই ব্যক্তিকে তল্লাশি করে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ৬৭ লাখ টাকা।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদের হলুদ পাহাড়ে ইয়াবার গন্ধ, দিনরাত চলে বেচাকেনা

আটক সোহেল সদরঘাট এলাকার মৃত রফিক আহমেদের ছেলে এবং শিমুল কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালীর মৃত আবুল কাসেমের ছেলে।

এছাড়া এদিন অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে আটক করে র‌্যাব। সে সীতাকুণ্ডের লেদা গ্রামের মাসুদ আলমের ছেলে।

আটক তিনজনসহ অ্যাম্বুলেন্সটি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!