সীতাকুণ্ডে রাস্তায় ফেলে যাওয়া কারে ২০০ বোতল বিদেশি মদ

সীতাকুণ্ডে একটি প্রাইভেট কার থেকে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

বুধধবার (২৯ মার্চ) রাত ৪টার দিকে কুমিরার সুলতানা মন্দির সংলগ্ন মহাসড়কে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ৪টার দিকে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যেতে থাকে । এসময় পুলিশও ধাওয়া করলে একপর্যায়ে কুমিরার সুলতানা মন্দির সংলগ্ন মহাসড়কে গাড়িটি রেখে চালক পালিয়ে যায় ।

পরে পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে রাখা ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মু. রহমত উল্লাহ বলেন, উদ্ধারকৃত মাদক বারআউলিয়া হাইওয়ে থানায় রয়েছে। কারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে মাদক পাচারে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!