সীতাকুণ্ডে রাতের আঁধারে সাগর থেকে বালু তুলছিল শিপব্রেকিং ইয়ার্ড

সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ডের ভেতর এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

আরও পড়ুন: আনোয়ারায় বালু ব্যবসায়ী ও ট্রাক চালক ধরা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতের আঁধারে একটি অসাধু চক্র সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জাহাজভাঙার কারখানায় রাখছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। তবে জড়িতরা আগেভাগে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!