সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ কিশোরী পেল সাইকেল

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর-কিশোরীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব দেওয়া হয়।

এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন  : সীতাকুণ্ডে প্রথমবারের মতো চালু হলো কমিউনিটি ভিশন সেন্টার—এনসিডি কর্নার

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা মনু বড়ুয়া ও মো. হারুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ কিশোরীকে বাই-সাইকেল এবং প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন, মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ও কলেজ পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!