সীতাকুণ্ডে ওএমএসে পণ্য বিক্রি শুরু

সীতাকুণ্ডে ওএমএসে পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়েছে। চারটি ডিলার পয়েন্টে এখানে ন্যায্যমূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ১৮ টাকায় বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সকালে এ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুন্নাহার স্বর্ণা, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ডিলার পয়েন্টে ১.৫ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমটি ২৮ জুলাই বুধবার থেকে শুরু হয়েছে। ডিলার পয়েন্টগুলোতে সাধারণ ক্রেতা-ভোক্তাদের কোনো অভিযোগ আছে কিনা যাচাই করা হয়েছে।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!