মধ্যরাতে আর্তনাদ—সব ডাক্তারকে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান সিভিল সার্জনের

মধ্যরাতে চারিদিকে আর্তনাদ। আসছে একের পর এক আহত মানুষ। আহতদের আর্তনাদ, আর স্বজনের আহাজারিতে সে এক ভীষণ পরিস্থিতি।

মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এমন অবস্থা দেখে বাকরুদ্ধ স্বয়ং সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তৎক্ষাৎ নগরের সব প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারদের আহ্বান জানালেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এসে আহতদের চিকিৎসা সেবা দেওয়ার।

আরও পড়ুন: ডা. রাব্বির পদোন্নতি, চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. ইলিয়াস

শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় আহতদের দেখতে এসে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী এ আহ্বান জানান।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, নগরের সকল প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ইমারজেন্সিতে আসার আহ্বান জানাচ্ছি। যে যার যার সাধ্যমতো আহতদের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি। নিজ নিজ অবস্থান থেকে ডাক্তারদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!