সিটি গেইটে হঠাৎ অভিযানে মিলল ৪৮ হাইড্রোলিক হর্ন

নগরে শব্দ দূষণের অপরাধে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২০ মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নগরের সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস।

আরও পড়ুন: ‘শব্দদূষণ’ চট্টগ্রামে একদিনেই পরিবেশের ৩২ মামলা

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, হাছান আহম্মদ, হিসাবরক্ষণ কমকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেন ও চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মোজ্জাম্মেল হক।

এ বিষয়ে পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস বলেন, শব্দ দূষণ রোধে বিভিন্ন যানবাহন থেকে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দের পর ধ্বংস করা হয়েছে। এছাড়া ২০ মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!