রাস্তা-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ৯ লোক

নগরের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১২ ডিসেম্বর) আগ্রাবাদ এক্সেস রোড ও শেখ মুজিব রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: রাস্তা-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ১১ লোক

এছাড়া একইদিন নগরের ডবলমুরিং থানার ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে একই অপরাধে ৫ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!