রাস্তা-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ১১ লোক

নগরের বায়েজিদে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১০ ব্যক্তিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: পাহাড়তলীতে ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ধরা খেল ৬ লোক

এদিকে একইদিন নগরের বহদ্দারহাট ও আরকান রোডে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় রাস্তায় নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময় এডিস মশার জন্মস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসধারণকে সচেতন করা হয়।

এনইউএস/আরবি 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!