সিটি করপোরেশনের কাউন্সিলর অফিসে ঘুষ ছাড়া মেলে না ওয়ারিশ সনদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর (১১, ২৫ ও ২৬) হুরে আরা বেগমের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) সকালে ঘুষ নেওয়ার অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা।

হুরে আরা বেগম ১১ নম্বর দক্ষিণ কাট্টলী, ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

আরও পড়ুন: সহকর্মীর কাছ থেকে ঘুষ—বিটিসিএলের দুই কর্মকর্তার কারাদণ্ড

অভিযানে সনদ দেওয়ার সময় অফিস সহায়ক শাহেদ ও জসিম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম (বিউটি) বিষয়টি জানেন না বলে দুদকের কাছে দাবি করেন।

এসময় দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর অফিসে ওয়ারিশ সনদে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অফিস সহায়ক শাহেদ ও জসিমকে টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞেস করা হলে তারা চুপ থাকেন। পরে বিষয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগমকে (বিউটি) জানানো হয়। অফিসের সহায়ক জসিম ও শাহেদ সনদের বিপরীতে টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!