যেকোনো মূল্যে সিআরবিকে বাঁচাতে হবে : হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। একইসঙ্গে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরের সিআরবিতে আয়োজিত ইফতার মাহফিলে হেলাল আকবর চৌধুরী বাবর এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘সিআরবিতে হাসপাতাল’—প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই অটল থাকবেন মাহতাব

দীর্ঘ ১০ মাস ধরে সিআরবি রক্ষায় আন্দোলনরত নাগরিক সমাজের সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।

এসময় সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের প্রতিবাদ জানিয়ে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলার ভূখণ্ডে সিআরবি সবুজ বৃক্ষরাজির একটি অরণ্য ভূমি। ব্রিটিশ শাসনামল থেকেই প্রাকৃতিক সৌন্দর্য ও শতবর্ষী বৃক্ষের জন্য আলাদা বৈচিত্র্য রয়েছে সিআরবির । গ্রীষ্মকালে চট্টগ্রামের তাপমাত্রা যখন ৩৬ ডিগ্রিতে থাকে তখন সিআরবি এলাকায় তাপমাত্রা থাকে ৩২ ডিগ্রি। নগরবাসী একটু শান্তির সুবাতাস ও মনের প্রশান্তির জন্য সিআরবিতে ছুটে আসেন।

আরও পড়ুন: কঠোর হচ্ছে আ.লীগ—সিআরবির হাসপাতালবিরোধী ‘নেতারা’ দলীয় নজরদারিতে

তিনি আরও বলেন, সিআরবিতে যদি হাসপাতাল নির্মাণ করা হয় তবে হারিয়ে যাবে সবুজ অরণ্য, রক্ষা পাবে না শতবর্ষী বৃক্ষগুলো। নগরবাসী হারাবে তাদের শেষ প্রশান্তির জায়গাটুকু। হাসপাতাল অনেক নির্মাণ করা যাবে, তবে সিআরবি একবার ধ্বংস হলে হাজার কোটি টাকার বিনিময়েও তা আর সৃষ্টি করা যাবে না।

নাগরিক সমাজ চট্টগ্রামের মহাসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে আওয়ামী লীগের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা বক্তব্য রাখেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!