সাবধান—রাস্তায় সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ‘কঠোর লকডাউন’। সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এবারের লকডাউনে কড়াকড়ির বিষয়টি। এরই ধারাবাহিকতায় এবার লকডাউন মাঠে নামল সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে নগরের রাস্তায় টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদ্যসদের। সকালে নগরের প্রবেশদ্বার সিটি গেইটে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদেরকে।

সূত্র জানায়, লকডাউন বাস্তবায়ন করতে বৃহস্পতিবার সকাল থেকে নগরে সেনা টহল শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ রাস্তায় রাস্তায় থাকবে সেনা টহল।

এর আগে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে— ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন এবং জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!