রাউজানও পেল ভারতের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি পেয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে অ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ভারতের সাথে আমাদের রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। তাদের সাথে আমাদের সংস্কৃতির মিল রয়েছে। আমরা মানুষের সংকটকালে সবসময় পাশে ছিলাম, পাশে আছি। জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য। উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের যেকারো প্রয়োজনে নিয়ম মেনে নিতে পারবেন।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ইয়াবা—যাচ্ছিল ঢাকায়, সীতাকুণ্ডে ধরল র‌্যাব

ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাবাহিনী সার্বিক সহায়তা করেছে। ৫০ বছরে ভারত ও বাংলাদেশের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নতিতে ভারতবাসী আনন্দিত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর আলম দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত ও যুবলীগ নেতা সুমন দে।

শফিউল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!