সাতসকালে থানার সামনে পাওয়া গেল ৮ বস্তা ভারতীয় শাড়ি—থ্রিপিস

মিরসরাইয়ে পাচারের সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে থানা মসজিদের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রিপিস উদ্ধার করা হয়।

অভিযানকালে মাইক্রেবাসের চালক মো. সোহাগকে (৩২) আটক করা হয়। সোহাগ উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে। এ সময় গাড়িটি জব্দ করা হয়।

আরও পড়ুন: মামলাজটে চট্টগ্রাম বন্দরে আটকে গেছে ২ বিদেশি জাহাজ

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে থানার ২শ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লাইনে একটি মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করা হয়। এরপর থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রিপিস পাওয়া যায়। এ সময় গাড়ির চালক সোহাগকে আটক করা হয়। উদ্ধার করা শাড়ি ও থ্রিপিসের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!