সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠানো হয়েছে

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম এর বিরুদ্ধে চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর পরবর্তী জামিন শুনানি দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার।

মঙ্গলবার (১৮ মে) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপরদিকে সাংবাদিক রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন না মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!