সাংবাদিকরা সিদ্দিক আহমেদের আর্দশ অনুসরণ করলে দেশ উপকৃত হবে

রাউজানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও প্রাবন্ধিক-সাংবাদিক সিদ্দিক আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে রাউজান প্রেস ক্লাব উজান জলিল নগরের কাজী প্লাজার সংগঠন কার্যালয়ে এ আয়োজন করে।

আরও পড়ুন: কখনো সাংবাদিক, কখনো তান্ত্রিক—কখনো মানবাধিকার কর্মী সেই ইব্রাহিম ধরা

সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মরণসভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের ছেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফ।

বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহসভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, জিয়াউর রহমান ও রায়হান উদ্দিন।

আরও পড়ুন: নিউমার্কেটে ছাত্র—দোকানকর্মী ফের সংঘর্ষ : পিটিয়ে রক্তাক্ত করল ৩ সাংবাদিককে

সভায় বক্তারা বলেন, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ দেশের সৎ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবেও তিনি কাজ করেছিলেন। মরহুম সিদ্দিক আহমেদের আর্দশকে অনুসরণ করে সাংবাদিকরা কাজ করলে দেশ ও জাতি উপকৃত হবে।

সভায় সাংবাদিক সিদ্দিক আহমেদকে দেওয়া মরণোত্তর সম্মাননা মরহুমের ছেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফের হাতে তুলে দেওয়া হয়।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!