সরকারি তেল বেচাকেনা স্পটেই র‌্যাব, ১৯০০ লিটার তেলসহ ৩ চোর ধরা

নগরের পতেঙ্গা মডেল থানার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার চোরাই অকটেন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৩ চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাঙামাটি জোলার কাউখালী থানার রাঙ্গিপাড়া ইউনিয়নের সামসুল হকের ছেলে মো. আলমগীর (৫২), আয়েত আলীর ছেলে মো. আলমগীর (৪০) এবং ভোলা সদর থানার কুঞ্জুপটি ইউনিয়নের মো. হারুন হাওলাদারের ছেলে মো. ইমতিয়াজ (১৯)।

আরও পড়ুন : ‘পুলিশ নিহত’—থামাতে সংকেত দেখেই বেপরোয়া মাইক্রো ২ পুলিশের ওপর

বুধবার (৪ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরের পতেঙ্গা দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার চোরাই অকটেন উদ্ধারসহ ৩ জনকে  গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!