বান্দরবানের সেরা করদাতার সম্মাননা পেলেন রাজু বড়ুয়া

বান্দরবানের দুই তরুণ এবার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রাজু বড়ুয়া অন্যতম।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়কর বিভাগ, চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় সেরা করদাতার স্বীকৃতি পাওয়াদের চেহারায় ছিল খুশির ঝিলিক। সেই আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য, স্বজনসহ উপস্থিত সবার মাঝে।

আরও পড়ুন: সমবায় দিবস౼বোয়ালখালীর ১৫ সংগঠন পেল সম্মাননা

সেরা করদাতার সম্মাননা পাওয়া রাজু বড়ুয়া বলেন, এ দেশে জন্মেছি, এ দেশেই মরবো। দেশকে ভালোবাসতে হবে। কর দিচ্ছি দেশের উন্নয়নের জন্য।

অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জুমান আরা বেগম, ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী ও কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!