সম্প্রসারিত বাকলিয়া ডিসি রোড হোক দেশপ্রেমিক কফিল উদ্দিনের নামে

নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপোষহীন দেশপ্রেমিক নেতা কফিল উদ্দিন। মহান মুক্তিযুদ্ধসহ চট্টগ্রামের উন্নয়ন-আন্দোলনের বলিষ্ঠ সংগঠক ছিলেন তিনি। তার মতো সৎ ও ত্যাগী নেতা বর্তমান সময়ের রাজনীতিতে বিরল।

রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। একইসঙ্গে বক্তারা সম্প্রসারিত বাকলিয়া ডিসি রোড মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নামে নামকরণের দাবি জানান।

১৯ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় বাকলিয়ার মিয়ার বাপের বাড়ীর মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়। যৌথভাবে এ আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর।

আরও পড়ুন: পশ্চিম বাকলিয়ার খোকন কলোনিতে চলছিল জুয়ার আসর, আটক ১০

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আলোচনায় অংশ নেন মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ওমর ফারুক রাসেল, সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, চকবাজার থানা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাকলিয়া থানা সাধারণ সম্পাদক মঈনুল আলম খান, দীপন দাশ, সোহেল ইকবাল ,মো. হোসেন চৌধুরী সাদ্দাম, আমিনুল ইসলাম আজাদ, নিজাম উদ্দিন আহাদ, মাহিদুল আলম সাইমুন, শাহাদাত টিপু, রবিউল ইসলাম সজীব এবং পরিবারের পক্ষে কফিল উদ্দিনের সন্তান সাহেদ মুরাদ সাকু।

এর আগে মরহুম নেতার আত্মার মাগফেরাত কামনায় তার কবরে জেয়ারত, মোনাজাত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!