চট্টগ্রামে পথশিশুদের লালন-পালনের আড়ালে যৌনপল্লি চালায় শ্রাবন্তী হিজড়া

নগরের টাইগারপাস ব্রিজ ও রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যেতেন তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী হিজড়া। পরে বন্দর থানার এছহাক ডিপো টোল প্লাজা বাইপাস রোড সংলগ্ন চায়ের দোকানের পেছনে মিনি যৌনপল্লিতে তাদের আটকে রাখতেন তিনি। এরপর তাদের দিয়ে জোর করে যৌনকাজে বাধ্য করতেন। নিখোঁজ এক শিশুর সন্ধানে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।

সোমবার (২৯ মে) শ্রাবন্তী হিজড়ার মিনি যৌনপল্লি থেকে ১৩ ও ১৪ বছরের তিন পথশিশুকে উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে হিজড়া শ্রাবন্তী (৩৪), গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মো. জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারীর মেয়ে মিতু আক্তার কাজল (১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)।

আরও পড়ুন: চট্টগ্রামে দিনের পিংকি হিজরা—রাতের মাদক সম্রাজ্ঞী

পুলিশ জানায়, নগরের বন্দর থানার এছহাক ডিপোসংলগ্ন টোল প্লাজা বাইপাস রোড সংলগ্ন একটি চায়ের দোকানের পেছেনে মিনি যৌনপল্লিতে পথশিশুদের লালন-পালনের নামে অনৈতিক কাজে বাধ্য করার সংবাদ পায়। এরপর অভিযান চালিয়ে ১৩ ও ১৪ বছর বয়সী তিন পথশিশুকে উদ্ধারসহ ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকেরা থানায় আসেন। পরে সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্ত্বাবধানে আছে। সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধান পাই শ্রাবন্তীর যৌনপল্লির। ভুক্তভোগী ওই শিশুসহ মোট চার শিশুকে সেখান থেকে উদ্ধার করেছি।

ওসি আরও বলেন, হিজড়া শ্রাবন্তী টাইগারপাস ব্রিজ, রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!