চাঁদাবাজি ‘শ্রমিক সংগঠনের’ নামে—চক্রের ৫ সদস্য ধরল র‌্যাব

শ্রমিক সংগঠনের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে তারা। আবার গাড়ি থেকেও আদায় করে টাকা। বাকলিয়ার চাঁদাবাজ চক্রের এমন পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২১ আগস্ট) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও পড়ুন: ‘গোয়েন্দা পুলিশের ক্যাশিয়ার’ পরিচয়ে পথে পথে ‘চাঁদাবাজি’

আটকরা হলেন— কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার হাফেজ আহমদের ছেলে মো. ইকবাল (৫২), খোয়াচনগর এলাকার জিয়াবল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩০), চরলক্ষা এলাকার সামসুল আলমের ছেলে মো. আবুল কাশেম (৩১), পটিয়া থানার কয়িকগ্রাম এলাকার জাহেদুল হকের ছেলে মো. কায়ছার (৩১) এবং আনোয়ারা থানার পূর্ব বারমাইল এলাকার নির্মল মজুমদারের ছেলে উদয়ন মজুমদার (৩৫)।

র‌্যাব-৭ সূত্র জানায়, নগরের বাকলিয়া এলাকায় শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অটোরিকশা, টেম্পু, মালবাহী ট্রাকসহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলছিল একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের খপ্পর থেকে রক্ষা পাচ্ছিল না ভাসমান ব্যবসায়ীরাও।

আরও পড়ুন: ‘চাঁদাবাজি মামলার সাক্ষী’ কুপিয়ে—পিটিয়ে রক্তাক্ত করল ব্যবসায়ীকে

অভিযোগ পেয়ে শনিবার অভিযান চালায় র‌্যাব-৭। অভিযানে চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে আটকদের বাকলিয়া থানায় হস্থান্তর করা হয়।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!