শ্রমিক লীগ সভাপতি খুন—সঙ্গীসহ ঢাকা থেকে গ্রেপ্তার শিবির ক্যাডার তাহের

কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার খুনের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি দুর্ধর্ষ শিবির ক্যাডার তাহের আহমদ সিকদার ও তার সহযোগী ওবাইদুল করিম প্রকাশ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রোববার (২৮ নভেম্বর) বিকালে গ্রেপ্তার তাহের আহমদ সিকদার ও সহযোগী ওবাইদুল করিম প্রকাশ মামুনকে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: খুন করার চক্রান্ত—গরম লোহার ছেঁকা আর বালিশচাপা দেওয়া হয়েছিল স্কুলছাত্রীকে

গ্রেপ্তার তাহের আহমদ সিকদার (৫০) শহরতলীর লিংকরোডের মহুরীপাড়ার মৃত আফতাব উদ্দিন সিকদারের ছেলে। ওবাইদুল করিম প্রকাশ মামুন (৪৫) একই এলাকার আবু বক্করের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে।

তিনি জানান, জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ নভেম্বর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাংবাদিক ইমাম খাইরকে আটক করে পুলিশে দেয় র্যাব-১৫।

তিনি আরও জানান, গ্রেপ্তার তাহের আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। তাদের আগামীকাল সোমবার আদালতে তোলা হবে এবং ৭ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হবে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!