শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘হুইল চেয়ার’র প্রিমিয়ার শো বৃহস্পতিবার

গল্প, প্রেম, পারিবারিক টানাপোড়েন, আর্থিক অসামঞ্জস্যতা ও জীবন সংগ্রামের যাত্রা তুলে ধরে নির্মিত হয়েছে ৪৭ বাংলা নিবেদিত চলচ্চিত্র ‘হুইল চেয়ার’ ।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ওইদিন দুপুর ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটি দেখতে পারবেন দর্শকরা।

চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবিরা সুলতানা বীনা, সুজিত চক্রবর্তী, ড. শেখ সাদি, মামুন আহমেদ, জুলিয়েট রেজিনা কুইয়া, তৌহিদ হাসান ইকবাল, আশীষ নন্দী, বাপ্পি হায়দার, অমিত চক্রবর্তী, মফিজুর রহমান, মোশাররফ ভূঁইয়া পলাশ, ফাল্গুনী দাশ, রনি খান, ফরহাদ, প্রান্ত শর্মা, মামুন রাহী, রাসেল, সৌরভ পাল, রাব্বী, মান্নান হিমেল, ঐশী, মোহাম্মদ আলী, হারুন, ইকবাল মালেক ও রাকিব।

আরও পড়ুন: রেডিসন ব্লুতে ৪ দিনের রিহ্যাব ফেয়ার বৃহস্পতিবার থেকে

চলচ্চিত্রটির পরিচালক অনির্বান করিম বলেন, বর্তমান সমাজের প্রান্তিক, নিম্নবিত্ত মানুষের সামাজিক ও আর্থ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সাধারণ দর্শকের কাছে সচেতনতা ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। এটি প্রযোজনা করেছেন মাজহারুল হক। সুস্থ সামাজিক মূল্যবোধ এবং নির্মল বিনোদনের লক্ষ্যেই একজন দর্শক উপভোগ করতে পারেন এ চলচ্চিত্রটি।

পাঁচটি মৌলিক গান সংযুক্ত করা হয়েছে চলচ্চিত্রে। গীতিকাররা হলেন-সংকর অনার্য, তমাল অনার্য ও নাদিরা ইসলাম নিপা। কণ্ঠ দিয়েছেন ড. শেখ সাদি, আরিফা সিদ্দিকি ও প্রান্ত শর্মা। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন অজয় দেব অনিক, প্রধান সহযোগী পরিচালক মুরাদ হাসান, আলোকসজ্জায় ইফতেখার উদ্দিন রুবেল, পোশাক পরিকল্পনায় পিংকি এবং রূপসজ্জায় বীণা চৌধুরী।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!