কেইপিজেডে পানি শোধনাগারে আগুন

নগরের কর্ণফুলী ইপিজেডে পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় কর্ণফুলী ইপিজেড পানি শোধনাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের ৫ মিনিট পর অর্থাৎ ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিটের দুটি গাড়ি অগ্নিনির্বাপণে কাজ করে। সকাল ১১টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন : বাকলিয়া পাওয়ার গ্রিডে বিকট শব্দে আগুন, পুড়ল পাওয়ার সাপ্লাই

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক নিউটন দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, কেইপিজেডে পানি শোধনাগারে একটি ছোট অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কেইপিজেড ইউনিটের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!