শোকাবহ আগস্টে দেবাশীষ পাল দেবুর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

শোকাবহ আগস্ট স্মরণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরে মাসব্যাপী মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

১ আগস্ট (রোববার) নগরের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বাঙালি জাতির জীবনে এক ও অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুকে ছাড়া বাঙালির স্বাধীনতা কল্পনাতীত। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন তাঁর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঠিক সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, মারুফুল ইসলাম মারুফ, কায়সার, সাজ্জাদ আলী জুয়েল, আসিফ হোসেন মিলাদ, আজাদ, তারিকুল ইসলাম, ওমর ফারুক, অপু দাশ, সুমন দাশ, আরজু, দিদার, রফিক, মন্জু, টিপু, অন্তু দাশ, ইসরাক দোভাষ, রুবেল, আকিব ও সোহার শরীফ।

শুরুতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মঈন উদ্দিন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!